’দুগ্ধ পানে অভ্যাস গড়ি, পুষ্টির চাহিদা পুরণ করি” শ্লোগানে নীলফামারীতে বিশ্ব দুগ্ধ দিবস পালিত হয়েছে। জেলা প্রাণী সম্পদ দপ্তর ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে আজ দিবসটি পালন করা হয়।
দিবসটি পালনে আজ (বৃহস্পতিবার) সকাল ১১টার দিকে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
এ সময় জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মো. শাহ জালাল খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা দেন জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম। অন্যান্যের মধ্যে বক্তৃতা দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এ জে এম এরশাদ আহসান হাবীব, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের উপ-পরিচালক গোলাম মো. ইদ্রিস, শিল্প ও বণিক সমিতির সাবেক সভাপতি এস এম সফিকুল আলম, জেলা স্বাস্থ্য বিভাগের জ্যেষ্ঠ স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা আব্দুল কাদের প্রমুখ।
বক্তারা বলেন, শরীরের পুষ্টি বাড়াতে দুধের বিকল্প নেই। তাই দুধ উৎপাদনের লক্ষ্যে প্রতিটি বাড়িতে একটি হলেও গাভী পালন করা দরকার।
কর্মসূচিতে সরকারি, বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস